রিটার্ন পলিসি
আমাদের সাথে কেনাকাটা করার জন্য ধন্যবাদ! আমরা গ্রাহকদের সন্তুষ্টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি, তাই আমরা ইজি রিটার্ন পলিসি প্রদান করে থাকি।
ফ্রি রিটার্নের শর্তাবলী:
- যদি পণ্যটি ছবির সাথে না মিলে অথবা পণ্যটি যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি পণ্যটি রিটার্ন করতে পারবেন এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে হবে।
- পণ্যটি রিটার্ন করার জন্য, আপনার অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে বাক্সটি খুলতে হবে এবং পণ্যটি পরিদর্শন করতে হবে। যদি পণ্যটির কোনো সমস্যা বা না মিলে, তাহলে আপনি তা অবিলম্বে রিটার্ন করতে পারবেন।
- রিটার্নের সময়, পণ্যটি অব্যবহৃত, অক্ষত এবং তার মূল প্যাকেজিং সহ ফিরিয়ে দিতে হবে।
যেকোনো প্রশ্ন বা সাহায্যের জন্য আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন।
ধন্যবাদ!